জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণে জনজীবন যেন স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি আইনজীবী আবেদ রাজা এই আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে আবেদ রাজা বলেন, ‘ভাড়াটিয়াদের চরম দুর্দশা বিবেচনা করে সহৃদয়শীল বাড়ি মালিকরা ভাড়া মওকুফ করবেন বলে আশাবাদ ব্যক্ত করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


