আন্তর্জাতিক ডেস্ক : মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং করে এই প্রথম রেকর্ড হলো! যুক্তরাজ্যভিত্তিক একটি গ্রুপ গত ১৫ ফেব্রুয়ারিতে ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ‘লো শো দেই রেকর্ড’ সেটে এক মিনিটে ৫৭টি স্কিপ সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করে। তা এখন স্থান পেলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
অ্যাক্রোপলিসের প্রতিযোগী ওই দলটির নাম ওয়াইল্ডক্যাটস চিয়ার টিম।
ওই স্কিপিংয়ের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘সবচেয়ে সস্তা স্কিপিং দড়ি হলো একজন মানুষ…কোন দল এক মিনিটে সবচেয়ে বেশি স্কিপ করতে পারে?’
ভিডিওটিতে দেখা গেছে, প্রথম দল, অ্যাক্রোপলিস, একটি ছেলেকে দড়ি বানিয়ে লাফাচ্ছে। ভিডিওটি ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বেশিরভাগই বেশ মজা পেয়েছেন।
অনেকে বলেছেন, যাকে দড়ি বানানো হয়েছে, নিশ্চিত তিনি খেলা শেষে বমি করে দিয়েছেন! অন্য একজন রসিকতা করে বলেছেন, মাথাটা যদি মেঝেকে বাড়ি খায় তাহলে কিন্তু এটা মোটেই কোনো সস্তা দড়ি আর থাকবে না! আরেকজন বলেছেন, ‘এই লোকদের এক্স-রে করানো দরকার!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।