স্পোর্টস ডেস্ক : সেইন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামের রাতটা কেমন যাবে, সেই দুশ্চিন্তা নিয়ে সকাল শুরু করেছিলেন অনেক টাইগারভক্ত। কারণ স্কোরবোর্ডে সংগ্রহ তো মাত্র ১২৯। টি-টোয়েন্টিতে এটা ‘মামুলি’ টার্গেট, তা খুব হিসেব করে বলার দরকার নেই। কিন্তু সে টার্গেটে পৌঁছাতেই নাকের পানি-চোখের পানি এক করলো ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত বাংলাদেশের করা রান তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ থামে মাত্র ১০২ রানে। ফলাফল লিটনবাহিনীর জয় ২৭ রানে।
টসে জিতে ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বোলাররা তার সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রমাণ করেন। লিটন ৩, সৌম্য ১১, তানজিদ ২ রানে আউট হলে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ওয়ানডে স্টাইলে খেলে মেহেদী মিরাজ ও জাকের আলী চাপ কিছুটা সামাল দিলেও কেউই স্কোর বড় করতে পারেননি। মিরাজ ২৬ আর জাকের আউট হন ২১ রানে।
এরপর রিশাদ আর শেখ মেহেদীও ভালো কিছু করতে না পারলে দায়িত্ব কাঁধে তুলে নেন শামীম হোসেন। তার ঝড়ো ১৭ বলে ৩৫ রান বাংলাদেশকে ফাইটিং স্কোর এনে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন ব্রেন্ডং কিং আর জনসন চার্লস। কিন্তু খানিকক্ষণ বাদেই খেই হারিয়ে ফেলেন তাসকিন বল করতে এলে। প্রথম বলেই কিংকে লিটনের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। আন্দ্রে ফ্লেচার আর নিকোলাস পুরানও হতাশ করেন ক্যারিবিয়ান ভক্তদের। মাঝে রোস্টন চেজ আর আকিল হোসেন আশা জাগিয়েও ওয়েস্ট ইন্ডিজকে জয়ের বন্দরে ভেরাতে পারেন নি।
বোলারদের মধ্যে তাসকিন ৩টি, তানজিম সাকিব, শেখ মেহেদী ও রিশাদ ২টি করে এবং হাসান মাহমুদ পান একটি উইকেট। মারকুটে ৩৫ রানের ইনিংসের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন শামীম।
এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০তে জিতে নিলো বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ শুক্রবার সকাল ৬টায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।