স্পোর্টস ডেস্ক : অন্যগ্রহের ফুটবলারখ্যাত লিওনেল মেসির খেলা দেখার আগ্রহ যেমন সবার, তেমনি কৌতুহল রয়েছে, কত টাকা আয় করেন তিনি। অনলাইন বেটিং গাইডের দেয়া তথ্যানুযায়ী, খেলা চলাকালে বাংলাদেশি এক লাখ টাকা আয় করতে মাত্র তিন সেকেন্ডের একটু বেশি সময় লাগে মেসির। ১০ লাখ ডলার কামাতে সময় লাগে ৪৩ মিনিট ১৩ সেকেন্ড।
খেলায় অংশ নেয়া সময়ের মধ্যে সবচেয়ে বেশি অর্থ কে উপার্জন করেন, সে বিষয়ে একটি গবেষণা প্রকাশ করেছে অনলাইন বেটিং গাইড। সে গাইডে প্রকাশিত তথ্যানুযায়ী, সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ক্রীড়াবিদ হচ্ছেন ইউএফসি তারকা কনর ম্যাকগ্রেগর। গত বছর খেলায় অংশ নেওয়া প্রতি সাত সেকেন্ডে তিনি এক মিলিয়ন ডলার উপার্জন করেছেন। ২০২১ সালে তিনি খেলাধুলায় জড়িত ছিলেন মাত্র আড়াই মিনিট। এই সময়ের মধ্যেই ২২ মিলিয়ন ডলার উপার্জন করেন তিনি।
দ্বিতীয় স্থানে থাকা মেক্সিকান বক্সিং সুপারস্টার শৌল ‘কানেলো’ আলভারেজের ১ মিলিয়ন ডলার উপার্জন করতে সময় লাগে দুই মিনিট ১৫ সেকেন্ড। তৃতীয় হলেন ডালাস কাউবয় কোয়ার্টারব্যাক ডাক প্রেসকট একই পরিমাণে অর্থ উপার্জন করতে সময় নেন তিন মিনিট পাঁচ সেকেন্ড।
এ তালিকায় ২৩তম স্থানে রয়েছেন মেসি। এক মিলিয়ন ডলার পেতে তার খরচ হয় ৪৩ মিনিট ১৩ সেকেন্ড। তবে এক্ষেত্রে মেসির চেয়ে এগিয়ে আছেন তারই সতীর্থ নেইমার। ১৭তম অবস্থানে থাকা এই পিএসজি ফরোয়ার্ড ও ব্রাজিলিয়ান সুপারস্টার ১ মিলিয়ন ডলার আয় করতে সময় নেন ৩০ মিনিট ৩৪ সেকেন্ড।
ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন তালিকার ২৫তম স্থানে রয়েছেন। দেখা গেছে, যিনি মাত্র ৫৩ মিনিটের মধ্যে ১ মিলিয়ন ডলার আয় করেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel