আন্তর্জাতিক ডেস্ক : এক নারীর দেহে রয়েছে দুটি জরায়ু। আর দুটিতেই সন্তান ধারণ করেছেন তিনি। এমন এক নারীর সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্রে।
বার্তা সংস্থা এএফপি বলছে, কেলসি হ্যাচার নামের আলাবামা রাজ্যের ওই নারীর দেহে দুটি জরায়ু থাকার ঘটনাটি বিরল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই নারী তাঁর দুটিতে জরায়ুতে সন্তান ধারণ করার কথা জানান।
কেলসি ১৭ বছর থেকেই জানতেন যে, তাঁর দুটি জরায়ু রয়েছে। ধারণা করা হয়, বিশ্বের শূন্য দশমিক তিন শতাংশ নারীর মধ্যে দুটি জরায়ু রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দুই জরায়ুর নারীদের প্রায়ই অন্তঃসত্ত্বাকালীন বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়। তবে কেলসি এর আগেও তিনটি সুস্থ সন্তান জন্ম দিয়েছেন।
চলতি বছরের মে মাসে কেলসির আলট্রাসাউন্ড পরীক্ষা করে দেখা যায়, তাঁর দুটি জরায়ুর মধ্যেই সন্তান রয়েছে।
এ নিয়ে ইনস্টাগ্রামে কেলসি লেখেন, ‘আমরা একরকম বিস্মিত ছিলাম! প্রথম আল্ট্রাসাউন্ডের সময় আমরা প্রচুর হেসেছিলাম।’
ইউনিভার্সিটি অব আলাবামা এট বার্মিংহাম উইমেন অ্যান্ড ইনফ্যানের বিশেষজ্ঞ শ্বেতা প্যাটেল বলেন, শুক্রাণু দুটি আলাদা জরায়ুতে যাওয়ার কারণে ওই নারী দুটি জরায়ুতেই সন্তান ধারণ করেছে।
দুটি জরায়ুতে সন্তান ধারণের ঘটনা বিশ্বে বিরল। কেলসিকে চিকিৎসকরা জানিয়েছেন যে, প্রতি পাঁচ কোটি নারীর মধ্যে একজনের দেহে দুটি জরায়ু দেখা যায়। সবশেষ ২০১৯ সালে বাংলাদেশ আরিফা সুলতানা নামের ২০ বছর বয়সী এক তরুণীর দেহে দুটি জরায়ু শনাক্ত হয়। তিনি ২৬ দিনের ব্যবধানে দুটি সন্তানের জন্ম দিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।