
আন্তর্জাতিক ডেস্ক: বন্দী মুক্তির কাজ শেষের এক সপ্তাহের মধ্যে আফগান সরকারের সাথে শান্তি আলোচনায় বসবে তালেবান। সোমবার তারা এ কথা জানিয়েছে।
তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, আমাদের অবস্থান পরিস্কার। বন্দী মুক্তির কাজ শেষ হলে এক সপ্তাহের মধ্যে আমরা আন্ত:আফগান আলোচনায় বসতে প্রস্তুত রয়েছি।
প্রথম দফার আলোচনা কাতারের দোহায় হবে বলেও তিনি জানান। হাজার হাজার বিশিষ্ট আফগান রোববার প্রায় ৪শ’ তালেবান বন্দীর মুক্তির বিষয়ে একমত হওয়ায় শান্তি আলোচনা শুরুর মূল বাধা দূর হয়ে গেছে।
গুরুতর অপরাধের দায়ে এসব তালেবান কারারুদ্ধ হয়ে আছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


