জুমবাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় জমে উঠেছে পশুর হাট। স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালনা করছেন বাজার কমিটি।প্রশাসন থেকে ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রবেশ পথে হাটের স্বেচ্ছাসেবী কর্মীরা মাস্ক পড়ার বিষয়েও সর্তক করছেন।
প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন জেলা থেকে পাইকাররা গরু, মহিষ ও ছাগল নিয়ে এই হাটে এসেছেন। অনেক বিক্রেতা এখনো পথে রয়েছেন। এবারের হাটে পাবনা থেকে আগত এক হাজার কেজির অস্ট্রেলিয়ান ফিজিয়াম হিরোশিমা নামের গরুর দাম উঠেছে দশ লাখ টাকা। দশ লাখ টাকা দামের গরু দেখতে ভিড় জমতে শুরু করে গরুর হাটে।
সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় জমে উঠেছে ঐতিহ্যবাহি পশুর হাট। স্বাস্থ্যবিধি মেনেই ক্রেতা বিক্রেতারা বেচা কেনা করছেন। বিভিন্ন জেলা থেকে ছোট-বড় সব ধরনের গরু বাজারে উঠেতে শুরু করছে,তবে দেশী গরুর চাহিদা একটু বেশী। হাটের পক্ষ থেকে বিক্রেতাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অজ্ঞান পার্টি ও ছিনতাইরোধে পুলিশ ২৪ ঘণ্টা নজরদারিতে আছে।
হাটে আসা ক্রেতা ফয়সাল আহম্মেদ বলেন, করোনা উপলক্ষে (ইজারা) হাসিল কম নিলে আরও অনেক ক্রেতা এই হাটে আসতো। হাসিল বেশী হওয়ার কারণে অনেকেই কাপাশিয়া, কালিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে গরু কিনছে।
বাজার কমিটির পক্ষে দেলোয়ার হোসেন ও আব্দুল আলিম বলেন, হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা থেকে বিক্রেতাদের জন্য থাকা খাওয়াসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে হাটে চলাচল করে সে বিষয়েও আমরা খেয়াল রাখছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।