স্পোর্টস ডেস্ক : নানা চড়াই উৎরাই পেরিয়ে মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল আসর। তবে ভারতে নয়, দুবাইতে। করোনাভাইরাসের কারণে এবারের আসরের ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। কিন্তু করোনা সতর্কতার কারণে টুর্নামেন্টের সূচি নিয়ে চিন্তায় পড়ে গেছে আইপিএল আয়োজকরা।
খসড়া সূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএলের ১৩তম আসর। মোট ৬০টি ম্যাচ হবে পুরো টুর্নামেন্টে। কিন্তু কবে কার বিপক্ষে কার ম্যাচ, সেই বিস্তারিত সূচি এখনও ঠিক করতে পারেনি আইপিএল গভর্নিং কাউন্সিল।
টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো পৌঁছে গেছে আমিরাতে। ২০ আগস্টের মধ্যে জানিয়ে দেয়ার কথা থাকলেও এখনো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি জানানো হয়নি ফ্র্যাঞ্জাইজিগুলোকে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও সঠিক কোনো তথ্য জানাতে পারেনি দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা।
তবে এর পেছনেও নাকি দায় করোনাভাইরাসের। কেননা করোনা সতর্কতার কারণে আমিরাতে এখনও রয়েছে ভ্রমণজনিত বিধিনিষেধ। সেসব মাথায় রেখেই সূচি প্রস্তুত করতে হচ্ছে আইপিএল আয়োজকদের। যে কারণে সপ্তাহ পেরিয়ে গেলেও তৈরি হয়নি আইপিএলের সূচি।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এবারের আইপিএলের গ্রুপপর্বের ৫৬ ম্যাচের মধ্যে ২১টি আবুধাবি, ২১টি দুবাই ও ১৪টি শারজায় করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর প্লে-অফের ম্যাচগুলো আবুধাবি ও দুবাইতে করার কথা চিন্তা করা হয়েছে।
এবারের টুর্নামেন্টের পর্দা নামবে ১০ নভেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।