বিনোদন ডেস্ক : উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এখনো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো। শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এর থেকে বেশি কিছু জানাতে চাননি তারা।
Advertisement
অসুস্থ লতা মঙ্গেশকরকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখতে যান নির্মাতা মধুর ভান্ডারকর। গিয়েছিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। তিনি জানান, ‘লতা মঙ্গেশকর এখন স্থিতিশীল। চার-পাঁচ দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তার দ্রুত আরোগ্য কামনা করি।’
প্রবল শ্বাসকষ্ট নিয়ে গত ১১ নভেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯০ বছর বয়সী লতা মঙ্গেশকর। প্রথম কয়েকদিন চিন্তা বাড়ালেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।