আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে সারা বিশ্ব যখন থমকে গেছে তখনো সৌভাগ্যবান কিছু দেশে এখনো এই ভাইরাস শনাক্ত হয়নি।
বিশ্বের অন্তত ১৮৮ টি দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) পাওয়া গেলেও এখনো মুষ্ঠিমেয় কয়েকটি দেশে এই ভাইরাস শনাক্ত হয়নি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, কিরিবাতি (Kiribati), মার্শাল আইল্যান্ডস (Marshall Islands), মাইক্রোনেসিয়া (Micronesia), নাইরু (Nauru), উত্তর কোরিয়া (North Korea), পালাউ (Palau), সামাও (Samoa), সোলোমন দ্বীপপুঞ্জ (Solomon Islands), টঙ্গো (Tonga), তুর্কমেনিস্তান (Turkmenistan), তাভালু (Tuvalu), ভানুয়েতা (Vanuatu) সৌভাগ্যবান এই দেশগুলোতে এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন কেউ শনাক্ত হয়নি।
এদিকে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও করোনার ভয়বহতার শিকার। শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫৮১ জনের। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে দুই লাখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।