জুমবাংলা ডেস্ক: রাজপরিবার এখন আর আগের মতো নেই। সেই জৌলুস নেই। তবুও সেই একই ঐতিহ্যে বহমান ঐ রাজবাড়িগুলোতে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজস্ব ঘরানা বজায় রেখেছে তারা। আর ঐ রাজপরিবারের সদস্যদের জীবনযাত্রা নিয়ে এখনো জনমানসে কৌতূহল রয়েছে। এমনই এক বংশের কথা জানা যাক।
গল্পটি মেবার বংশের। মেবারের কথা বললেই উঠে আসে মহারানা প্রতাপের নাম। মেবারের রাজা ছিলেন তিনি। তবে সে তো ইতিহাস। বর্তমানে তার বংশধররা থাকেন ভারতের রাজস্থানের উদয়পুরে। মেবারদের বর্তমান রাজার নাম অরবিন্দ সিংহ মেবার। তিনিই পরিবারের প্রধান। তবে অতীতের মতো সেই রাজ্যপাট আর প্রতাপ নেই। বরং আধুনিক সভ্যতার সঙ্গে মিলেমিশে গিয়েছেন মহারাজার বংশধররা।
মেবারের বর্তমান রাজা এখন ‘এইচআরএইচ হোটেলস’-এর শীর্ষ পদে রয়েছেন। উদয়পুর প্যালেসে থাকেন রাজা এবং তার স্ত্রী মহারানি বিজয়ারাজ। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই উদয়পুর প্যালেস। রাজা-রানি সেখানে থাকলেও, পর্যটকদের জন্য এই প্রাসাদের দরজা খোলা থাকে। মেবারের বর্তমান রাজা একটি সংগ্রহশালাও খুলেছেন। সেখানে শহরের প্রাচীন গাড়ি থরে থরে সাজানো রয়েছে।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।