সাইমন সাদিক : আমাদের সবার সম্পর্কগুলো যেনো কেমন হয়ে যাচ্ছে!
অনেকটা ফেসবুকের মতন। মোবাইলে এমবি থাকলে দেখা, না হয় যায় না! এমন হয়ে যাচ্ছে, যেমন মৃত্যুর মতোন। জীবনে একবারই আলিঙ্গন করা যায়।
Advertisement
আমাদের বিবেক নামক বস্তুটি যেনো শুকনো খড় পাতার মতোন হয়ে যাচ্ছে। দিয়াশলাই ছাড়াই জ্বলতে চাইছে আর চিৎকার করছে, আমাকে জ্বলতে দাও, পুড়তে দাও..
বাঁচতে দাও!!!
আমাদের আত্মবিশ্বাসটা এমন হয়ে যাচ্ছে যেনো, আমিই সবার উপরে। আবার ঘরে নাই ঠাঁই।
আচরণটা কেমন জানি পশু পশু হয়ে যাচ্ছে, এখন গরুর গলায় মালা দেখলেও হিংসা হয়। আবার বাবাকে দেই গালি।
চোখগুলো কেমন জানি, কথাই শুনে না! ভালো আর মন্দের দূরদর্শিতা পলকের ন্যায়।
(ফেসবুক থেকে সংগৃহীত)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।