জুমবাংলা ডেস্ক : এখন থেকে সহজেই বাংলাদেশি ভিসা পাবেন পাকিস্তানের নাগরিকরা। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে কোনও পাকিস্তানের নাগরিক যদি বাংলাদেশেেআসতে চান, তাঁদের ভিসা সংক্রান্ত সমস্যা হবে না।
সব দেশে বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাসে এমনটাই নির্দেশ পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। পাকিস্তানিদের বাংলাদেশে প্রবেশ যাতে আরও সহজ এবং ঝঞ্ঝাটমুক্ত হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
সোমবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন-৬ শাখার উপসচিব আলীমুন রাজিবের সই করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকগণের ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জারিকৃত ১১/০২/২০১৯ পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
ফলে বর্ণিত নাগরিকগণের ভিসার আবেদন বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশন সরাসরি নিষ্পত্তি করতে পারবে।
এর একদিন পরেই মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তারা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন।
মঙ্গলবার রাত সাড়ে আটটায় সৈয়দ আহমেদ তার দুই সহকর্মীকে নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। এ সময় হাইকমিশনার সৈয়দ আহমেদের স্ত্রীও তাঁদের সঙ্গে ছিলেন।
আর বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটি সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।