এখন ভাড়ায় মিলবে প্রেমিক!
আন্তর্জাতিক ডেস্ক: প্রেমদিবসের ইমেজ হচ্ছে তরুণ-তরুণীর আনন্দময় মুখ, সঙ্গে টকটকে লাল গোলাপ। তার মানে ভ্যালেন্টাইন ডে বা প্রেমের দিবসে কী কাঁটা নেই? অবশ্যই আছে। যারা একা। প্রেম জোটেনি বা ভেঙেছে যাদের, প্রেমদিবস তাদের কাছে ভয়ংকর বিষাদের দিন। সেই বিষাদ, সেই এক পৃথিবী একাকিত্ব থেকে মুক্তির ব্যবস্থা করে ফেলেছেন ভারতের গুরগাঁওয়ের এক যুবক। কীভাবে? ‘সিঙ্গেল’দের জন্য নিজেকে ভাড়ায় দিচ্ছেন যুবক।
সম্প্রতি ইনস্টাগ্রামে পুরুষসঙ্গী হিসেবে নিজেকে ভাড়া দিতে চান বলে ঘোষণা করেছেন ৩১ বছরের শাকুল গুপ্তা। ছবি-সহ ঐ পোস্টে শাকুল জানিয়েছেন, যারা একা তাদের সঙ্গী হতে প্রস্তুত তিনি। গুরগাঁওয়ের বাসিন্দা যুবক নিশ্চিত করেছেন, অর্থ উপার্জনে কিংবা যৌনতার উদ্দেশ্যে এই কাজ করছেন না তিনি। কিছু মানুষের মুখে হাসি ফোটাতেই ‘বয়ফ্রেন্ড অন রেন্ট’ হতে রাজি তিনি।
ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে শাকুল লিখেছেন, ‘আপনি কী একাকিত্ব ভুগছেন? তাহলে আপনার একজন সঙ্গী প্রয়োজন। আমাকে ভাড়া করতে বিন্দুমাত্র লজ্জাবোধ করবেন না। আমি আপনাকে সেরা মুহূর্ত উপহার দিতে পারি!’ উল্লেখ্য, শাকুল দাবি করেছেন যে ২০১৮ সাল থেকে তিনি এই কাজ করছেন। ইতিমধ্যে ৫০ জন নারীর ভাড়ার বয়ফ্রেন্ড হয়েছেন। এই কাজের সূত্রপাতের কারণও জানিয়েছেন।
তার কথায়, সেবার ভ্যালেন্টাইন ডে-র দিন একা ছিলেন। চারপাশে অসংখ্য যুগল। তারা একে অপরকে ভালোবাসার কথা জানাচ্ছেন। সে সব শুনে তার প্রবল মন খারাপ হয়েছিল। তখনই সিদ্ধান্ত নেন, তারই মতো যারা একা তাদের সঙ্গী হবেন। এরপর থেকেই ভাড়ার বয়ফ্রেন্ড হচ্ছেন। সবটা জানার পর অনেকেই জানতে চেয়েছেন, নিজেকে কত টাকায় ভাড়া দেন শাকুল। উত্তর গুরগাঁওয়ের যুবক জানিয়েছেন, আমার পারিশ্রমিক আপনার হাসিমুখ।
সূত্র: সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।