আন্তর্জাতিক ডেস্ক : এটিএম বুথে টাকা চুরি করতে এসে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছে চোর। চুরির জন্য ভেতরে ঢোকার পর দরজা লক করে দেন তিনি। এর কয়েক সেকেন্ড পরই সেটা খোলার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তবে শেষ পর্যন্ত কোনোভাবে দরজা ভেঙে পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়েছে সেই চোর।
সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চীনের শানডং শহরে এই ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এটিএম বুথে চুরি করতে এসে চুরির ব্যর্থ চেষ্টা ধরা পড়েছে ক্যামেরায়। চোর বুথের ভেতরে ঢোকার পর আচমকাই তাকে ঘাবড়ে দেয় স্বয়ংক্রিয় ভয়েস মেসেজ।
পরে তিনি দরজা লক করে দেন। কয়েক সেকেন্ড পরই সেটা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। আর এতেই ভয় পেয়ে যান ওই চোর। পরে একটা ধাতব বস্তু দিয়ে ওই ব্যক্তি দরজায় আঘাত করতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি এটি ভাঙতে চেষ্টা করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দরজা ভাঙতে চেষ্টা করার সময় বেজে ওঠে এটিএম অ্যালার্ম। পরে কোনোমতে দরজা ভেঙে পালিয়ে যায় চোর। তবে শেষ পর্যন্ত তিনি বাঁচতে পারেননি, পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।