বিনোদন ডেস্ক: দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। অনেক অভিনেতা-অভিনেত্রীই তাকে স্মরণ করে স্ট্যাটাস দিচ্ছেন। অভিনেতা চঞ্চল চৌধুরী ছিলেন এটিএম শামসুজ্জামানের কাছের একজন অভিনেতা। একসঙ্গে করেছেন অনেক অভিনয়। এ ছাড়া দুর্দান্ত কমেডি অভিনয়ও করেছেন তারা একসঙ্গে।
সেই কাছের মানুষ এটিএম শামসুজ্জামানের চলে যাওয়া নিয়ে ফেসবুকে একটি ছবি দিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন চঞ্চল চৌধুরী।