এত প্রতিকূলতা সত্ত্বেও হুয়াওয়ে যেভাবে নতুন চিপসেট বানালো

হুয়াওয়ে

গত কয়েক বছর ধরে নিষেধাজ্ঞার ভেতর দিয়ে যাচ্ছে চীনের জনপ্রিয় টেক কোম্পানি হুয়াওয়ে। এত বাঁধা ও প্রতিকূলতা সত্বেও এটি নতুন চিপসেট তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কেননা একটি চিপসেট তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনোলজির এক্সেস হুয়াওয়ের কাছে বর্তমানে থাকার কথা নয়। কিন্তু তবুও তারা সফল হয়েছে।

হুয়াওয়ে

চলতি বছরে চীনে বেশ নীরবেই তাদের নতুন স্মার্টফোন মেট সিক্সটি প্রো রিলিজ করা হয়। সেখানে তাদের নতুন চিপসেট ব্যবহার লক্ষণীয়। ওই চিপসেট এর গায়ের উপরে লেখা আছে Kirin 9000 5G।

এসএমআইসি কোম্পানিটি চিপসেট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই চিপসেটের কারণে হুয়াওয়ের নতুন ডিভাইসটি ফাইভ-জি এর সকল সুবিধা পেয়ে যাবে। ৭ ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে এ চিপসেট তৈরি করা হয়েছে।

ন্যানোমিটারের আকার যত কম চিপসেট তত শক্তিশালী এবং দক্ষ হয়ে ওঠা সম্ভব হয়। এদিক থেকে হুয়াওয়ে বেশ ভালো কাজ করেছে। তবে হুয়াওয়ে এ বৈশিষ্ট্য নিয়ে কোন মন্তব্য করেনি। তাদের কাছে পর্যাপ্ত প্রযুক্তির অ্যাক্সেস থাকা না সত্ত্বেও কীভাবে তা সম্ভব হয়েছে সেটাই বিস্ময়ের বিষয়।

বিশেষজ্ঞরা মনে করেন যে, এসএমআইসি বর্তমানে 7 ন্যানোমিটারের চিপসেট তৈরি করতে পারলেও তা বড় পরিসরে কতটা দক্ষ, লাভজনক এবং টেকসই হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হুয়াওয়ের নতুন চিপসেট নিয়ে খুব বেশি তথ্য পাওয়া না গেলেও সম্ভবত পরীক্ষামূলকভাবে বিষয়টিকে দেখা হচ্ছে।

তবে এত প্রতিকূলতা এবং বাধা সত্বেও এসএমআইসি হুয়াওয়ের জন্য লাভজনক চিপসেট তৈরি করতে সক্ষম কিনা সেটি সময় বলে দেবে। চীনের বাজারে হুয়াওয়ের অ্যাপেলের সাথে সরাসরি প্রতিযোগিতা করছিল। চীনে অ্যাপলের আইফোন ব্যবহারে নিরুৎসাহিত করা হয়।