এনআরবিসি ব্যাংকের রংপুর জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রংপুরের একটি হোটেল অনুষ্ঠিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, রাজশাহী ও রংপুর জোনাল হেড অসীম কুমার দাস ও শাখা-উপশাখাগুলোর সকলস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, উত্তরবঙ্গের এই জেলাগুলোতে ক্ষুদ্রঋণের প্রসারের মাধ্যমে ব্যাংক কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই জেলাগুলোর প্রান্তিক পর্যায়ের মানুষদের জন্য সিএমএসএমই খাতে ঋণের প্রবাহ বৃদ্ধিতে ব্যাংক মনোযোগ দেবে। এসময় নিয়ন্ত্রক সংস্থা প্রণীত নিয়মনীতি মেনে স্বচ্ছতার সাথে ঋণ প্রদানে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। একই সাথে ঋণ আদায়ের উপর গুরত্বারোপ করেন।
সভায় কিভাবে সুশাসন ফিরিয়ে এনে মুনাফা ও গুণগত সম্পদ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে নিদের্শনা প্রদান করেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ইতোমধ্যে প্রান্তিক মানুষের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে; এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এই অঞ্চলে আরো বেশি উদ্যোক্তা তৈরিতে এবং মানুষের আস্থা বাড়াতে গ্রাহকসেবার মান উন্নত করতে নির্দেশনা প্রদান করেন।
এসময়, সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা প্রতিষ্ঠায় সকল কর্মকর্তার প্রতি আহবান জানান তিনি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.