বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এতে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পদে সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ, সিজিপিএ গ্রহণযোগ্য হবে না আবেদনে। এ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট আট হাজার ২৯৯টি শূন্যপদের বিপরীতে আবেদন নেয়া হবে।

নীতিমালা অনুযায়ী, নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ–৮ম শ্রেণি) এর প্রধান শিক্ষক পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রিসহ বিএড ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ, সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীকে মাধ্যমিক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ পদটি ৮ম গ্রেডভুক্ত এবং শূন্যপদ রয়েছে ৫০৪টি।
মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ–১০ম শ্রেণি) প্রধান শিক্ষক পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রিসহ বিএড আবশ্যক। প্রার্থীকে মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত হতে হবে। এছাড়া বিকল্প হিসেবে ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে সিনিয়র শিক্ষক হিসেবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৭ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। এ পদটি ৭ম গ্রেডভুক্ত এবং শূন্যপদ রয়েছে ৩ হাজার ৯২৩টি।
অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ–১০ম শ্রেণি) এর সহকারী প্রধান শিক্ষক পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রিসহ বিএড ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে মাধ্যমিক বা নিম্ন-মাধ্যমিক পর্যায়ে ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ পদটি ৮ম গ্রেডভুক্ত।
এনটিআরসিএ জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও নীতিমালা এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ২৯ জানুয়ারি। এতে তিন অধিদপ্তর ভিত্তিক শূন্যপদে ৩ থেকে ১৯ ফেব্রুয়ারি মধ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়। ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার আবেদনপত্রের লিংক দেয়া হয়েছে। প্রার্থীকে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে জন্য ফরমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি https://ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


