২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ের ব্যবসায়ী রাফেল সেমুয়েল নিজের পিতা মাতাকে কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছেন। কেন তার জন্ম হলো সেটি নিয়ে তিনি বিরক্ত। তাকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত তিনিই না বরং পিতা-মাতা নিয়েছে। একথা শুনে আপনি হতভম্ব হয়ে যেতে পারেন কিন্তু বিশ্বাস না করে উপায় নেই।
তিনি এন্টিনেটালিজম ধারণাকে ভিত্তি করে এ মামলা করতে চেয়েছিলেন। আজকের দুনিয়া অন্যায় এবং নানা সমস্যায় ভরপুর। সামাজিক আর্থিকভাবে সবাই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় নবজাতককে দুনিয়ায় এনে তাকে আগুনে নিক্ষেপ করাটা উচিত কিনা সেখান থেকে চিন্তা করে এন্টিনেটালিসম ধারণাটি এসেছে।
এ ধারণার মূল কথা হলো নবজাতককে পৃথিবীতে না আনার সিদ্ধান্ত না। যুদ্ধ-বিগ্রহ, জাতিগত দ্বন্দ্ব, জলবায়ু পরিবর্তন, দুর্নীতি, অনিয়ম, অন্যায়, অপরাধ সবকিছু এ পৃথিবীকে ক্লান্ত করে দিয়েছে। পৃথিবীর জনসংখ্যার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা দুনিয়ার প্রাকৃতিক সম্পদের উপর চাপ তৈরি করছে।
এরকম অবস্থায় নবজাতকের দুনিয়ায় আনা হলে তার জন্য তেমন কিছুই থাকবে না। প্রাচীন গ্রিসে এ ধারণা প্রচলন করা হয়েছিল। লেখক ডেভিড বেনাতার তার এক বইতে উল্লেখ করেন যে, এ পৃথিবীতে আর কারো জন্মানো উচিত নয়।
তার যুক্তি হল মানব শিশুর দুনিয়াতে আসার পর সে যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে তা মোটেও সুখকর নয়। যদি গোটা পৃথিবীর সবাই একত্রে নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে সেটি হবে সবচেয়ে দারুণ। দূষণ, লোভ এবং সহিসংতার কারণে এই পৃথিবী অনেক আগে জাহান্নামে পরিণত হয়েছে।
তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির কারণে এত মানুষের খাদ্যের সুষম বন্টন এবং খাদ্য উৎপাদন নিয়ে সমস্যা তৈরি হবে এ কথা এর আগে অনেকেই বলেছিলেন। জাতিসংঘের বর্তমান মহাসচিব এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক শ্রেণীর মানুষ রয়েছে তারা চায় এ পৃথিবীর জন্য যতটুকু জন্মহার নিয়ন্ত্রণ করা দরকার সেটা যেন করা হয়।
তবে এন্টিনেটালিজমের ধারণার সাথে বর্তমান দুনিয়ার অবস্থা সম্পূর্ণ মিলে যায় কিনা সেটা নিয়ে মতপার্থক্য রয়েছে। সবাই বিষয়টির সাথে একমত হবেন না এটা স্বাভাবিক। অর্থাৎ এন্টিনেটালিজম ধারণার মূল কথা হচ্ছে নতুন প্রাণের জন্ম না দেওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।