শীঘ্রই সৌদি আরবে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশটির রাজধানী রিয়াদে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করবে এ বেসরকারি বিমান সংস্থা। আগামী একুশে এপ্রিল থেকে সেখানে তাদের কার্যক্রম শুরু হবে। তবে রাজধানী ঢাকা থেকে রিয়াদ অভিমুখী রুটের টিকেট বিক্রি অলরেডি শুরু হয়ে গিয়েছে।
ইউএস-বাংলা অথরিটি এমনটিই জানিয়েছে। সপ্তাহে পাঁচ দিন ঢাকা থেকে রিয়াদ অভিমুখে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করা হবে। ৪৩৬ আসনের বিমান সরাসরি ঢাকা থেকে রিয়াদ অভিমুখে রওনা দিবে।
এতে আরও বলা হয়, ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার দুপুর ১টা ৩৫মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট রিয়াদ থেকে ছেড়ে আসবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে পরদিন ভোর ৪টায়।
ঢাকা–রিয়াদের নূন্যতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ওয়ানওয়ে ৫৪ হাজার ৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮১ হাজার ৯৯৮ টাকা। এছাড়া রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে নূন্যতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া ১ হাজার ৪৫৮ সৌদি রিয়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।