বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। গেল এক দশক থেকে এক নম্বর অবস্থানে রয়েছেন তিনি। অপ্রতিদ্বন্দ্বী হওয়ায় সিনেমায় হাঁকিয়েছেন আকাশ ছোঁয়া পারিশ্রমিক।
অভিনয়ের পাশাপাশি শাকিব খান এসকে ফিল্মসের ব্যানারে সিনেমা নির্মাণও করেছেন। তার প্রতিষ্ঠানের ব্যানারে সবশেষ মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত ‘বীর’ সিনেমাটি। এরপর কয়েকটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। তবে সেগুলো আশার মুখ এখনও দেখেনি। এদিকে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান চেয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন এই চিত্রনায়ক।