এবার আর ভুলে যাওয়া যাবে না: শোলাঙ্কি

শোলাঙ্কি রায়

পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার এই ঘটনার রেশ পুরো ভারতে ছড়িয়ে গেছে।সাধারণ মানুষের মত অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে গর্জে উঠেছে টালিউড তারকা।

শোলাঙ্কি রায়

অভিনেত্রী শোলাঙ্কি রায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রথম থেকেই সরব ছিলেন। শোলাঙ্কি রায় বলেন, ‘এই ঘটনা ভুলিনি, ভোলার কথাও না বরং সঙ্গে নিয়ে চলেছি। তাছাড়া, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে, কোনো ভাবেই তাকে ভুলে যাওয়া সম্ভব নয়।’

নানা ভাবে আরজি করের ঘটনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘যদিও চারিদিক থেকে নানা ভাবে আরজি কর কাণ্ড ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবার আর ভুলে যাওয়া যাবে না, এবার আর ভুলে যাওয়া হবেও না। মানুষ এবার শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছে। যখন মানুষ শিরদাঁড়া সোজা করে দাঁড়ায়, তখন বিষয়টির গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়।’

এদিকে পরিচালক মৈনাক ভৌমিকের ‘ভাগ্যলক্ষ্মী’ সিনেমাতে ঋত্বিক চক্রবর্তী, শোলাঙ্কি রায় প্রথম জুটি বাঁধতে চলেছেন । সিনেমার গল্পে সাম্প্রতিক কলকাতার একাধিক সমস্যা উঠে আসতে চলেছে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ৭৩৭ জন, আহত ২৩ হাজার

তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।