হাঙেরীর বুদাপেস্টে আগের টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন রেজা নীড়। সেই টুর্নামেন্ট শেষে আরেক টুর্নামেন্ট শুরু হয়েছে। ফার্স্ট সাটার-ডে গ্র্যান্ড মাস্টারস দাবার দ্বিতীয় রাউন্ড শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দুই খেলায় দেড় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে। মনন রেজা নীড় ২ খেলায় ১ পয়েন্ট পেয়েছেন।
মনন রেজা নীড় দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার নেভেরভ ভ্যালরির সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার নীড় এখন জিএম নর্মের জন্য খেলছেন। নয় রাউন্ডের মধ্যে সাত পয়েন্ট পেলে জিএম নর্ম হয়। চলমান টুর্নামেন্টে বাকি সাত রাউন্ডের মধ্যে নীড়কে ছয় পয়েন্ট পেতে হবে।
বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জিএম নর্মের খোঁজে রয়েছেন৷ অলিম্পিয়াডের মতো বুদাপেস্ট টুর্নামেন্টেও জিএম নর্ম মিস করেছেন ফাহাদ৷ বুদাপেস্টের তৃতীয় টুর্নামেন্টে জিএম নর্ম পেতে হলে বাকি সাত রাউন্ডের মধ্যে পাঁচ পয়েন্ট পেতে হবে।
https://inews2.zoombangla.com/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8/
আন্তর্জাতিক মাস্টারস দাবায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ২ খেলায় ১ পয়েন্ট পেয়েছেন। অনুর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা ২ খেলায় দেড় পয়েন্ট পেয়েছেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হাঙ্গেরির পোর সেন্দরের সাথে ড্র করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।