আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনে সাময়িকভাবে ‘গুগল ম্যাপ’ বন্ধ করে দিয়েছে গুগল কর্তৃপক্ষ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গুগল জানিয়েছে, তারা স্থানীয় কমিউনিটির নিরাপত্তার জন্যই এটা করেছে। এ জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অনুমতিও নিয়েছে।
এর আগে রুশ বাহিনীকে বিভ্রান্ত করতে ইউক্রেনের পথে পথে থাকা দিকনির্দেশনার চিহ্ন মুছে দিয়েছে দেশটির সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি কোম্পানি।
এদিকে অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে খারকিভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া দেশটির শহর চেরনিহাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৪ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।