এবার ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের উপর কর বসাচ্ছে যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটরদের উপর কর বসাচ্ছে মরোক্কো সরকার। সরকারের মুখপাত্র মুস্তাফা বাইতাস বলেন, ক্রিয়েটরদের উপর করারোপের বিষয়টি শিগগিরই খোলাসা করা হবে। বর্তমান পদ্ধতিতে অনেক ইউটিউবারের উপার্জন সম্পর্কে পরিষ্কার ধারনা পাওয়া যায় না, যদিও একবছর আগে তাদেরকে ট্যাক্স অধিদপ্তর থেকে নোটিশ ইস্যু করা হয়েছিল।

নিয়ম বলছে, যেসব কনটেন্ট ক্রিয়েটরদের মাসিক আয় ৯,৭৬৮ ডলারের উপর বা বাৎসরিক ১,১৭,২২৪ ডলার তাদের আবশ্যকীয়ভাবে ট্যাক্স প্রদান করতে হবে। আইন অনুযায়ী, যারা উপরোল্লিখিত পরিমানের থেকে বেশি আয় করে থাকেন তাদের আয়ের ৩৮ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে হবে।
ইউটিউব
তবে সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই বলছেন, সিদ্ধান্তটি দেশের সকল নাগরিককে “করনীতি” সম্পর্কে আরো বেশি জানতে সহযোগিতা করবে।

আবার অনেকেই বলছে, করনীতির প্রয়োগ এবং পরবর্তী প্রভাব সম্পর্কে যথেষ্ট ভাবার বিষয় রয়েছে।

ইতিমধ্যে, মরোক্কোর ইউটিউবার এবং প্রভাবশালীদের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে উপার্জন এবং ডিজিটাল স্পেস থেকে তাদের উপার্জনের উপর এই কর আরোপের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন পুনরায় শুরু হয়েছে। এর আগে মিশরে ২০২০ সালে সামাজিক মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের উপর করারোপের কথা শোনা গিয়েছিল।

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-পাকিস্তান