বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন রণবীর সিং। ‘পদ্মাবত’, ‘সিম্বা’ ও ‘গাল্লি বয়’- পর পর কয়েকটি ছবির সাফল্যের পর এখন ইংল্যান্ডে ‘৮৩’ ছবির শুটিংয়ে ব্যস্ত জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর। শুটিংয়েরই এক ফাঁকে সম্প্রতি লন্ডনের সাউথ হলে গিয়েছিলেন রণবীর।
সেখানে তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে যে দৃশ্যটি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে, তা হল এক বৃদ্ধা ভক্তকে চুমো খাওয়া।
এক ঝাঁক ভক্ত যখন রণবীরের ছবি তুলতে ব্যস্ত, তখন আচমকা তিনি বসে পড়লেন। প্রথমে কিছু ঠাওর করা যায়নি। তারপর দেখা গেল, সামনে এক বৃদ্ধাকে দেখে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়েছেন ‘পদ্মাবত’ তারকা। প্রথমে বৃদ্ধা ভক্তকে ফুল উপহার দিলেন। এরপর তার সঙ্গে হাত মিলিয়ে হাতে চুম্বনও করলেন।
এই ভিডিও দেখে রণবীরের তারিফ করেছেন তার ভক্তরা। বর্তমানে চলমান তার আপকামিং ফিল্ম ‘৮৩’ তৈরি হচ্ছে ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের কাহিনী নিয়ে। রণবীরকে এই ফিল্মে তৎকালীন ভারতীয় অধিনায়ক কপিল দেবের চরিত্রে দেখা যাবে। তার স্ত্রী রোমি দেবের চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।