বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা নির্বাচন করছেন! এ উপলক্ষে তিশার ছবি সংবলিত পোস্টারও দেয়ালে দেয়ালে টানানো হয়েছে। পোস্টারে লেখা ‘আসন্ন গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী নওশিন জাহান হেনাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন।’
কমিশনার পদে নির্বাচন করছেন তিশা- এমন লেখা সংবলিত বেশকিছু পোস্টার এরইমধ্যে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া জনসমাবেশে বক্তব্য রাখছেন তিশা এমন কিছু ছবিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পোস্টারগুলো সত্য। তবে বাস্তবে নির্বাচন নয়। ‘আদা সমুদ্দুর’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তিশাকে। নাটকটি নির্মাণ করেছেন পরিচালক রাইসুল তমাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


