বিনোদন ডেস্ক : “বাদাম বাদাম দাদা কাচা বাদাম আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম”- বীরভূমের ভুবন বাদ্যকর সৃষ্ট এই দুকলি গান তৈরী হয়েছিল নিতান্তই খদ্দেরের দৃষ্টি আকর্ষণ করতে। কিন্তু তা ভাইরাল হতেই বদলে গেছে চিত্র। সোশ্যাল মিডিয়ার দৌলতে কেবলমাত্র ব্যবসার উদ্দেশ্যে বানানো গানের ব্যপ্তি ছড়িয়েছে সুদূর পাশ্চাত্যে।
রাজ্য ছাড়িয়ে বিদেশের মাটিও কাপাচ্ছে “কাচা বাদাম” গান। এর আগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছিল এই গানটি। আফ্রিকান সংগীত পরিচালক তৈরি করে ফেলেছিলেন কাঁচা বাদাম গানের রিমিক্স। সম্প্রতি এবার কাচা বাদাম গানের তালে নাচলেন দক্ষিণ কোরিয়ার এক জনপ্রিয় ইউটিউবার। বর্তমানের কোরিয়া বাসিন্দা লুনা যোগিনির বেড়ে ওঠা ভারতেই। তিনি মূলত ভারতীয় বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও বানান। এবার সাম্প্রতিক ভাইরাল হওয়া বাদাম গানের তালে মায়ের সাথে নাচতে দেখা গেল তাকে।
ভিডিও শুরুতে দেখা যাচ্ছে ক্যামেরা অন করছে লুনা, তার ঠিক পিছনে দাঁড়িয়ে তার মা। গান শুরু হতেই মিউজিকের তালে তালে এনার্জির সাথে নাচতে থাকেন তারা। গানের প্রতিটা বিট যে তারা কতটা আত্মস্থ করে নেচেছেন তা ভিডিও থেকেই স্পষ্ট। পাশ্চাত্য আর প্রাশ্চ্যের এভাবেই মেলবন্ধন ঘটিয়ে ফেলেছেন তারা।
একটা সময়েও জন্যও মনে হবে না যে গানটা এ রাজ্যের আর তারা ভিন্ন দেশের। কাচা বাদাম গানের তালে মা-মেয়ের এই নাচ ইতিমধ্যে বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভুবন বাদ্যকরের সাধারন এই গান ও সুর যে এইভাবে বিদেশের মাটিতেও ঝড় তুলবে তা কেই বা জানতো!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।