Advertisement
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের ১০ কয়েদির করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী।
তিনি বলেন, কারাগারে ২০০-২৫০ জন জয়েদি আছে। তারা পাশাপাশি বসবাস করে থাকে। এদের মধ্যে ১০ জন কয়েদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
কীভাবে কয়েদিরা করোনায় আক্রান্ত হলেন জানতে চাইলে ইকবাল কবির চৌধুরী বলেন, কয়েদিদের হাসপাতালে ডিউটি থাকে। সেখান থেকে তারা সংক্রমিত হয়ে থাকতে পারে।
আক্রান্তদের ইতোমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



