বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অফিসে রয়েছে জরুরি মিটিং। কিন্তু রাস্তায় জ্যামের জন্য সঠিক সময়ে অফিস পৌঁছতে পারছেন না? আর চিন্তা নেই। এবার আপনার গাড়িতে বসেই জুম কলের মাধ্যমে অফিসের মিটিং-এ অংশগ্রহণ করতে পারবেন আপনি। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন Zoom Group-এর প্রোডাক্ট ম্যানেজার নিতাশা ওয়ালিয়া। 2022 Zoomtopia অনুষ্ঠানে এই কথা ঘোষণা করেন তিনি। এই কাজের জন্য ইতিমধ্যেই বিশ্বের ধনিতম ব্যক্তি এলন মাস্কের সংস্থা Tesla-র সঙ্গে হাত মিলিয়েছে Zoom। আগামী কিছুদিনের মধ্যেই Tesla-র সব গাড়িতে স্ট্যান্ডার্ড হিসেবেই এই Zoom কলের ফিচার পেয়ে যাবেন গ্রাহকরা। এতদিন বাড়ি, অফিস, ফোন ও টিভির মাধ্যমেও Zoom ব্যবহার করতে পারতেন গ্রাহকরা। আর এবার গাড়িতেও এই ফিচার যোগ করার ফলে ঘুরতে গিয়েও নিজেদের প্রয়োজন মতো Zoom কল করতে পারবেন গ্রাহকরা।
ভারতের বাজারে এখনও পর্যন্ত লঞ্চ না হলেও বিশ্ব বাজারে বেশ কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে Tesla-র গাড়ি। মূলত সেলফ ড্রাইভিং ফিচারের কারণেই Tesla-র গাড়িগুলি সাধারণ মানুষের মধ্যে এত জনপ্রিয়। আর ভারতে Tesla-র গাড়ি লঞ্চ করা না হলেও, এদেশের মানুষের কাছে Tesla ও তার মালিক এলন মাস্ককে নিয়ে উৎসাহ সবসময়ই বেশি।
সম্প্রতি, জনপ্রিয় সোশ্যাল নেটয়ার্কিং সাইট টুইটার অধিগ্রহণ করেছেন এলন মাস্ক। আর টুইটার অধিগ্রহণ করার পর থেকেই সংস্থার খরচ বাঁচাতে বেশ কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করেছে এই সংস্থা। ভারতেও, বেশ কয়েকশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলেই খবর। ইতিমধ্যেই ছাঁটাই করা হয়েছে টুইটারের CEO পরাগ আগরওয়াল সহ সহ সংস্থার বেশ কিছু শীর্ষকর্তাদের।
আর ছাঁটাইয়ের মধ্যেই শোনা যাচ্ছে যে নিজের জন্য একটি নতুন প্রাইভেট জেট কিনেছেন মাস্ক। Gulstream G700 নামক একটি নতুন প্রাইভেট জেট কিনেছেন তিনি। প্রায় ৬৪৬ কোটি টাকা মূল্যের এই বিমানটিতে থাকছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল ফিচার ও সুযোগ-সুবিধে। খুব সম্ভবত 2023 সালের শুরুর দিকেই এই বিমানটিকে ব্যবহার করতে পারবেন মাস্ক।
বিশ্বজোড়া আর্থিক মন্দার বাজারে একের পর এক সংস্থা তাদের কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাদ যায়নি ফেসবুক বা মাইক্রোসফটের মতো সংস্থাও। তবে, এতকিছুর মাঝেই নিজের জন্য একটি প্রাইভেট জেট কিনে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তাঁর এই কর্মকাণ্ডের জেরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।-এই সময়
মহাকাশে আলোর রোশনাই চাক্ষুষ করল বিশ্ববাসী, কল্পনাকেও হার মানিয়েছে সৌন্দর্য্য
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।