চীনে উইঘুর মুসলিমদের উপর আবারও অত্যাচারের অভিযোগ। চীনের বিরুদ্ধে শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলিমদের মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ পুরনো। এবার সেই মসজিদের জায়গায় সুলভ শৌচালয় বানানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আর এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলি প্রতিবাদ না করে নীরবতা পালনের জন্যে তাদের কাঠগড়ায় তুললেন আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন।
টুইটারে তসলিমা কটাক্ষের সুরে লেখেন, ‘চীন উইঘুর মুসলিমদের উপর অত্যাচার করছে। কিন্তু কটা মুসলিম দেশ এর বিরোধিতা করছে? আসলে চীন মুসলিম দেশগুলিতে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে। তারা খুব ভালো করেই জানে, অর্থ ধর্মের থেকে অনেক বেশি জরুরি।’
চীনে উইঘুরদের পাঁচ হাজারের বেশি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত বছর এক রিপোর্ট প্রকাশিত হয়, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত, মাত্র ৩ বছরে প্রায় ১৫ হাজার মসজিদ গুঁড়িয়ে দিয়েছে চীন প্রশাসন। এবারের ঘটনাতেও এখনও পর্যন্ত এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়নি পাকিস্তান-সহ কোনও ইসলামিক দেশই। আর তা নিয়েই এবার কটাক্ষ করলেন তাসলিমা নাসরিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।