বিনোদন ডেস্ক: মেহেদী হাসান একজন চলচ্চিত্রপ্রেমী সরকারি কর্মকর্তা। তিনি বাংলাদেশ আনসার বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বর্তমানে পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন সিলেট বিভাগে। অভিনয়ের নেশা তার ছোটবেলা থেকেই।স্কুল জীবন থেকেই মঞ্চ নাটক করতেন। জড়িত ছিলেন থিয়েটারের সাথে। অভিনয়ের চর্চা চালিয়ে গেছেন নিয়মিত। স্বপ্ন ছিল বড় পর্দায় অভিনয় করার। কিন্তু লেখাপড়া শেষ করে যে সময় চলচ্চিত্রে আসবেন তখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে চলছে মঙ্গা আর অশ্লীলতার জোয়ার। মন ভেঙ্গে গেলেও হাল ছাড়েননি তিনি।
সবসময় স্বপ্ন দেখতেন চলচ্চিত্রের সুদিন ফিরে আসার। ২০২০ সাল থেকেই যখন চলচ্চিত্রে একটু একটু করে ভালো দিন শুরু হয়। তিনি তখন থেকেই বিভিন্নভাবে চলচ্চিত্রে অর্থাৎ বড় পর্দায় অভিনয়ের সুযোগ খুঁজতে থাকেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিও নিয়ে নেন।
২০২১ সালেই রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ ছবিতে ছোট একটা সুযোগ পেয়ে যান। নিজের অভিনয় দেখে নিজেই অভিভূত হন এবং আত্মবিশ্বাসের জায়গাটাও গড়ে নেন তখনি।
এরপর আনিস শিকদার পরিচালিত ‘কল্প’, বিপ্লব হায়দার পরিচালিত ‘আলী’ এবং সর্বশেষ সিনেক্রাফ্ট ক্রিয়েশনস প্রযোজিত বিপ্লব হায়দার পরিচালিত ‘ভয়াল’ এ অভিনয় করেছেন। তিনটি সিনেমার চরিত্রায়ন নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। কারণ তিনটি সিনেমাতেই তিনি ভিন্ন ভিন্ন আঙ্গিকে পর্দায় উপস্থিত হবেন।
চাকরি এবং অভিনয় দুটো জায়গায় একযোগে সময় দিতে কোন সমস্যা হচ্ছে কিনা এবং অভিনয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘চাকরিটা আমার পেশা আর অভিনয়টা আমার প্যাশন। দুটোতেই সমান মনোযোগী আমি। আমার অভিনয় ছাড়া আর কোনও নেশা বা অবসর কাটানোর বিষয় নাই। তাই চাকরির ফাকে যতটুকু সময় বের করতে পারি সেটা অভিনয়ের পেছনেই ব্যয় করতে চাই। দর্শকের ভালোবাসা পেলে বছরে কমপক্ষে দুটি ভিন্নমাত্রার ( অফট্র্যাক ) চরিত্রে অভিনয় করার ইচ্ছে আছে।’
মুক্তি প্রতিক্ষিত চরিত্রগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , সবগুলো চরিত্রই গতানুগতিক ধারার বাহিরের চরিত্র। বিশেষ করে ‘ভয়াল’ এর ‘জুনা’ চরিত্র বাংলা সিনেমার ইতিহাসে স্থান পাবে বলে তিনি আশা করেন।
মেহেদী হাসান বলেন, ‘ আমি জুনা চরিত্রটির জন্য তিন মাস ধরে একটানা সাধনা করেছি। আমার বিশ্বাস আমি পেরেছি। এখন চরিত্রটি দর্শক হৃদয়ে দাগ কাটলে আমার কষ্ট সার্থক হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।