বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নিজেদের ‘অপ্টিমাস’ রোবট সংগ্রহের নতুন সংস্করণ প্রকাশ করেছে ইভি জায়ান্ট টেসলা, যেখানে নতুন হাতের সহায়তায় ‘ডিম পোচ করার মতো’ স্পর্শকাতর কাজ করতে দেখা গেছে রোবটটিকে।
টেসলার মানবসদৃশ রোবটটির প্রথম ঝলক মিলেছিল গত বছর, যা কোম্পানির সিইও ইলন মাস্কের ‘কায়িক শ্রমকে স্বয়ংক্রিয় করার ও উৎপাদন প্রক্রিয়ার গতি বাড়ানোর’ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
‘অপ্টিমাস’ রোবটের দ্বিতীয় সংস্করণের কার্যকারিতা ও সেন্সর এর আগের সংস্করণের চেয়ে উন্নত। টেসলার দাবি, পূর্বসূরির চেয়ে ৩০ শতাংশ দ্রুত কাজ করতে সক্ষম এটি।
এ ছাড়া, রোবটের ভারসাম্য উন্নত করার পাশাপাশি এর ভরও ১০ কেজি পর্যন্ত কমানো হয়েছে।
অপটিমাস রোবট নিয়ে টেসলার লক্ষ্য হল, এমন এক ‘সাধারণ, দ্বিপদী, স্বয়ংক্রিয় রোবট তৈরি করা, যা বিপজ্জনক, পুনরাবৃত্তিমূলক বা বিরক্তিকর কাজ করতে সক্ষম’।
এর আগে মাস্ক দাবি করেছিলেন, কোম্পানির বিদ্যুচ্চালিত গাড়ির ব্যবসাকেও ছাড়িয়ে যাওয়ার ‘বড় সম্ভাবনা’ আছে মানবসদৃশ এ রোবটের।
“ভবিষ্যতে, কায়িক শ্রমও একটি বাছাই করার মতো বিষয় হবে।” –২০২১ সালে রোবটের প্রথম ঘোষণা দেওয়ার সময় বলেছিলেন মাস্ক।
“অর্থনীতির ভিত্তিস্তর শ্রম হওয়ায় অর্থনৈতিক খাতেও এর বড় প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে।”
বছরের শুরুতে প্রকাশিত মাস্কের আত্মজীবনীতে উঠে আসে, তিনি কর্মীদের বলেছেন, টেসলাকে ১০ লাখ কোটি ডলারের কোম্পানিতে রূপান্তরের ক্ষেত্রে মূল ভূমিকা রাখতে পারে অপ্টিমাস রোবট। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী অটোমেকার কোম্পানিটির বাজারমূল্য ৭৫ হাজার কোটি ডলার।
দ্বিতীয় প্রজন্মের অপ্টিমাস রোবট টেসলার জন্য বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে এক বছর আগেই কোম্পানি এর এমন এক প্রটোটাইপ প্রকাশ করেছিল, যা হাঁটতে পারতো না।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে মাস্ক বলেন, রোবটটি আগামী বছরের মধ্যেই ‘সূঁচে সুতা ভরতে’ শুরু করবে।
তবে, রোবটটি বাজারে আনার আনুষ্ঠানিক তারিখ বা এর দাম সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি টেসলা। আর, এর আগের সংস্করণ কোম্পানির গাড়ি উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট।
মাস্কের তথ্য অনুসারে, আশা করা হচ্ছে, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে রোবটের বাণিজ্যিক সংস্করণ গ্রাহকদের কাছে পৌঁছাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।