Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইসরাইল আগ্রহী বলে জানিয়েছেন আঙ্কারায় নিযুক্ত ইসরাইলের চার্জ দ্য অ্যাফেয়ার্স। আঙ্কারার ইসরাইলি দূতাবাস এক টুইটবার্তায় বুধবার এ কথা জানিয়েছে। খবর আনাদোলুর।
ইসরাইলি দূতাবাসের ওই টুইটবার্তায় বলা হয়, আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স গোয়ে গিল্যান্ড আগামীকাল আঙ্কারা থেকে বিদায় নিচ্ছেন। এর আগে তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আগামী বছরে দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের বার্তা দিয়ে যেতে চান।
দেড় বছর আগে তিনি আঙ্কারায় নিযুক্ত হন। বৃহস্পতিবারই তুরস্কে তার শেষ কর্মদিবস।
উল্লেখ্য, দীর্ঘ ৭০ বছর ধরে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে তুরস্কের। ২০১৮ সালে ফিলিস্তিনিদের ওপর শুদ্ধি অভিযান চালালে ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় তুরস্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।