এবার নতুন করে ইউক্রেনকে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে ওয়াশিংটন আফগানিস্তানকে যেরকম বার্তা দিয়েছিল ঠিক তেমন বার্তা দিয়েছে ইউক্রেনকে।

গতকাল সোমবার বাইডেন প্রশাসনের অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো।

পলিটিকোর তথ্য অনুসারে, ওয়াশিংটন ইউক্রেনকে ব্যাপকভাবে সৈন্য মোতায়েন না করার আহ্বান জানিয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে অনেক বেশি প্রত্যাশা না করারও কথা বলেছে বাইডেন প্রশাসন।
ইউক্রেন
২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং তালেবানের ক্ষমতা দখলের আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে ঠিক এই ধরনেরই বার্তা দিয়েছিল বাইডেন প্রশাসন।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের সামরিক অভিযান চালাবে বলে অনেকদিন থেকে জল্পনা চলে আসছে কিন্তু আমেরিকা ভয় পাচ্ছে আদৌ এই অভিযান সফল হবে কিনা। এরকম প্রেক্ষাপট থেকে বাইডেন প্রশাসন ইউক্রেনকে এই সতর্ক বার্তা দিয়েছে।

সূত্র : পলিটিকো।

দ্বাদশ শ্রেণিতে কর্ণাটকে প্রথম হলেন হিজাব আন্দোলনের সেই তাবাসসুম