এবার নামাজ নিয়ে যা বললেন আসিফ নজরুল

আসিফ নজরুল

আসিফ নজরুলঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আজ সোমবার (২১ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নামাজ এবং ধর্মীয় অনুশাসন নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি নিজের নামাজ এবং ইসলাম চর্চার সাথে ধর্মীয় অনুশাসনের কথা উল্লেখ করেছেন।

নিজের দেয়া স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, ‘আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেন: আমি নামাজ পড়ি কিনা? নামাজ অবশ্যই পড়ি। পাঁচ ওয়াক্তই পড়ি। এসব প্রশ্ন আমাকে বিচলিত করেনা। তবে অবাক লাগে এটা ভেবে যে কোনদিন কেউ জানতে চায়নি, আমার উপার্জন হালাল কিনা, সত্য কথা বলি কিনা, মানুষের উপকার করি কিনা, পিতা-মাতার প্রতি দায়িত্ব পালন করি কিনা, চাকরীর জায়গায় দায়িত্বশীল থাকি কিনা?’

তিনি আরও লিখেন, ‘আমার কাছে মনে হয় নামাজ-রোজা অনেক সহজ এসবের তুলনায়। নামাজ রোজা করে আমি যদি বেটার মানুষই না হই বরং তা আমার ধর্মের প্রতি অনেক বেশী অপমানজনক ও অবমাননাকর।’

শেষে তিনি বলেন, ‘আমার চারপাশে কিছু মানুষকে দেখি তাদের ভাবনা ভিন্ন। তাদের ধারণা নামাজ, রোজা করলেই আর যাকাত দিলেই আল্লাহ সব অসততা, দায়িত্বহীনতা, মিথ্যোচার ক্ষমা করে দিবেন। কি ভুল ভাবনা!’