বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের গল্প ও সেই বিশ্বকাপের অধিনায়ক কপিল দেবকে নিয়ে ছবি ‘৮৩’-এ অভিনয় করেছেন দীপিকাগভীর রাতে চলন্ত গাড়ির মধ্যে রণবীর ও দীপিকার কাণ্ড পাড়ুকোন। ছবির অন্যতম প্রযোজকও ছিলেন তিনি।
এবার তাঁর বাবা সাবেক ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনকে নিয়ে ছবি করতে চলেছেন অভিনেত্রী।
১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘গেহরাইয়া’।
এই ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে অভিনেত্রী ব্যাখ্যা করেন, কেন প্রকাশ পাড়ুকোনের বায়োপিক নির্মাণ করা দরকার। দীপিকা বলেন, ‘১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জেতে। অনেকেই মনে করেন, সেটা আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় ক্রীড়া অঙ্গনের প্রথম সাফল্য। কিন্তু এর দুই বছর আগেই সাফল্য পান বাবা। নিজের ক্ষেত্রে বিশ্বসেরা হন। বিশ্বের মানচিত্রে ভারতের নাম তোলা প্রথম ক্রীড়াবিদ তিনি। ১৯৮১ সালে ব্যাডমিন্টনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতেন। ’
তবে প্রকাশ পাড়ুকোনকে নিয়ে ছবি এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলে জানান দীপিকা। ছবিতে প্রতিযোগিতা জেতার গল্প ছাড়াও থাকবে প্রকাশের সংগ্রামের গল্প।
ভারতের মতো দেশে ব্যাডমিন্টন খেলোয়াড় হতে কতটা বাধা-বিপত্তি পার হতে হয়, নিজেকে কিভাবে প্রস্তুত করা হয় সেসব তুলে ধরা হবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।