
শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা সদরের ওচখালী বাজারে। এসময় উপস্থিত ছিলেন লকডাউনে দায়িত্ব পালন করা নৌ-বাহিনীর সদস্যরা।
জানা যায়, শুক্রবার ছিল ওচখালী বাজারের সাপ্তাহিক হাঁটের নির্ধারিত দিন। দুপুরের পর থেকে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা গরু, ছাগল নিয়ে এসে হাটে নির্দিষ্ট স্থানে জমাট হয়। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নৌ-বাহিনীর সদস্যদের সহযোগিতায় হাটে অভিযান করে। পরে হাটে আসা ব্যাপারীদের দ্রুত সময়ের মধ্যে হাট ত্যাগ করার নির্দেশ দেয় নৌ-বাহিনীর সদস্যরা।
নির্দেশ দেওয়ার পর পরই হাটে আসা লোকজন তাদের গরু ছাগল নিয়ে বাড়িতে চলে যায়। এসময় ওচখালী বাজারের পশুর হাটের ইজারাদার ইব্রাহীমকে আইন অমান্য করে হাট বসানোর অপরাধে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় হয়।
এদিকে যৌক্তিক প্রয়োজন ছাড়া হাটে আসায় দুই পথচারীকে ১৫শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
হাতিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্রর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম মাঠে কাজ করে। এসময় তাদের সঙ্গে ছিল নৌ বাহিনীর সদস্যরা।
এর আগে বুধবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা মহামারি মোকাবিলায় লকডাউনের বিষয়ে মাইকিং করানো হয়। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে নৌ-বাহিনী লকডাউন বাস্তবায়নে কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



