এবার পাকিস্তানের বিরাট অংকের ঋণ বাতিল করলো বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে প্রতিশ্রুত বিরাট অংকের ঋণ বাতিল করেছে বিশ্বব্যাংক। জাতীয় বাজেটের উন্নয়ন খাতের জন্য দেশটিকে ৬০ কোটি ডলারের ঋণ দেয়ার কথা ছিলো বিশ্বব্যাংকের। বিশ্বের বৃহত্তম এই ঋণদাতা সংস্থা এক বিবৃতিতে উল্লেখ করেছে, চলতি অর্থবছরে পাকিস্তানকে আর কোনো প্রকার বাজেটবিষয়ক ঋণ দেওয়া হবে না।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির একটি সংবাদমাধ্যমের রিপোর্টে এ তথ্য জানানো হয়। রিপোর্টে বলা হয়, যেসব শর্তসাপেক্ষে পাকিস্তানকে এই ঋণের প্রতিশ্রুতি বিশ্বব্যাংক দিয়েছিলো তার প্রায় কোনোটিই পূরণ করতে পারেনি পাকিস্তানের সরকার।

প্রাথমিকভাবে ১০০ কোটি ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতি ছিলো বিশ্বব্যাংকের। সেই ঋণের প্রথম কিস্তি হিসেবে ইতোমধ্যে ৪০ কোটি ডলার পেয়েছেও পাকিস্তান। চলতি ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে ৬০ কোটি ডলার আসার কথা ছিলো।

পাকিস্তানের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় ধাক্কা। কারণ বাজেটবিষয়ক ঋণপ্রাপ্তির পর নতুন আরও ২০০ কোটি ডলার ঋণের জন্য আবেদন করার পরিকল্পনা ছিলো ইসলামাবাদের। কিন্তু বাজেট ঋণ বাতিলের জেরে নতুন ঋণের জন্য আবেদনের পরিকল্পনাও কার্যত ভেস্তে গেলো দেশটির।