বিনোদন ডেস্ক : করোনার ত্রাণে শুরু থেকেই অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। অক্ষয় কুমারের সাহায্যের ধারা অব্যাহত রয়েছে।
সম্প্রতি মুম্বাই পুলিশ ফাউন্ডেশনে দু’কোটি টাকা দান করেছেন এ অভিনেতা। মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংহ টুইট করে খবরটি জানিয়ে ধন্যবাদ দিয়েছেন অক্ষয়কে।
যার জবাবে ফিরতি টুইটে অক্ষয় শ্রদ্ধা জানিয়েছেন মুম্বাই পুলিশের দুই প্রয়াত কনস্টেবলকে, যারা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। নিজে অর্থ সাহায্য করার পাশাপাশি টুইটারে নিজের ভক্তদের উদ্দেশেও অনুদান দেওয়ার আর্জি জানিয়েছেন অক্ষয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দিয়ে নজির সৃষ্টি করেছিলেন আগেই। মুম্বাইয়ের সিটি কর্পোরেশনেও তিন কোটি টাকা দিয়েছিলেন পিপিই কিট কেনার জন্য।
প্রথম থেকেই বিভিন্ন উপায়ে মহামারির মোকাবিলায় নিরন্তর সাহায্য করে চলেছেন অক্ষয়। এ বার মুম্বাই পুলিশের পাশে দাঁড়ালেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



