স্পোর্টস ডেস্ক : প্রথম কোয়ালিফায়ারে ৬ উইকেট নিয়ে খুলনা টাইগার্সকে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে তুলেছেন মোহাম্মদ আমির।
টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার সেরা বোলিং দিয়ে আমির বিপিএলে গড়েছেন রেকর্ড। বিপিএলে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড এখন এ বাঁহাতির দখলে। রাজশাহী রয়্যালসের বিপক্ষে সোমবার ১৭ রানে নিয়েছেন ৬ উইকেট। বিপিএলে প্রথমবারের মতো কোনো বোলার নিয়েছেন ৬ উইকেট। ধ্রুপদী বোলিংয়ে আমির দলকে তুলেছেন ফাইনালে। কিন্তু এবার কি ফাইনাল খেলার সুযোগ পাবেন তিনি? প্রশ্ন শুনে হাসলেন আমির নিজেও।
বিপিএলের চতুর্থ আসরে মোহাম্মদ আমিরের দল ঢাকা ডায়নামাইটস উঠেছিল ফাইনালে। রংপুর রাইডার্সের বিপক্ষে ফাইনালে আমিরের জায়গা হয়নি সেরা একাদশে। ২০১৭ বিপিএলে পাঁচ বিদেশি খেলানোর নিয়ম ছিল। সাকিবের ঢাকার একাদশে খেলেছিলেন এভিন লুইস, জো ডেনলি, কাইরন পোলার্ড, সুনীল নারিন ও শহীদ আফ্রিদি। আমির ছিলেন সাইডবেঞ্চে। দলের শিরোপা হাতছাড়া হতে দেখেছেন সেখানে বসেই।
সেই দুঃস্মৃতি মনে করাতেই আমির বললেন, ‘আশা করছি এবারের বিপিএলের ফাইনালে আমি খেলতে পারবো (হাসি) । ২০১৭ সালের ফাইনালের কথা হয়তো বলছেন। ওটা দলের পরিকল্পনার অংশ ছিল। সেরা কম্বিনেশনের কারণেই হয়তো জায়গা পায়নি। তাই কোনো আক্ষেপ নেই। ’
সেবার ঢাকার কোচ ছিলেন বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন। এবার খালেদ মাহমুদ খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর। তার সঙ্গে আমিরের রসায়ন কেমন জানতে চাওয়া হয়েছিল। খালেদ মাহমুদের প্রশংসা করে আমির বলেন, ‘সুজন ভাই অসাধারণ একজন মানুষ। বাংলাদেশের প্রত্যেকেই তা জানে। খুবই বিনয়ী মানুষ। তার সঙ্গে আমার অভিজ্ঞতা দারুণ। সত্যিই খুব ভালো মানুষ।’
বোলিংয়ে ৬ উইকেট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এ দ্রুতগতির বোলার, ‘এটা সব সময়ই ভালো অনুভূতি দেয়। এরকম পারফরম্যান্স সব সময়ই বোলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। পরবর্তী ম্যাচের জন্য ভালো ছন্দ পাওয়া যায়। এটা আমার জন্য এবং দলের জন্য ভালো খবর। আমরা ফাইনালে উঠেছি। ভালো বোলিং করেছি। আশা করছি ফাইনালেও একই ছন্দ ধরে রাখতে পারবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।