জুমবাংলা ডেস্ক : সাংবাদিক ও একাত্তর টিভির উপস্থাপক নাজনীন মুন্নীকে ‘মৃত’ বলছে ফেসবুক। মঙ্গলবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজনীন মুন্নীর অফিসিয়াল ফেসবুক আইডিতে তাকে রিমেম্বারিং দেখানো হচ্ছে। সাধারণত, কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়।
ফেসবুক কর্তৃপক্ষ নাজনীন মুন্নীর প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা নাজনীন মুন্নীকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে নাজনীন মুন্নী বলেন, ‘জীবিত অবস্থায় নিজেকে মৃত দেখছি। দারুণ বিষয় কিন্তু। কয়জন সেটা দেখতে পায়। এর আগেও একটি গোষ্ঠীর বারবার রিপোর্টের কারণে দুইবার ফেসবুক হারিয়েছি। উদ্ধার করা যায়নি। ফেসবুকের সঙ্গে শত শত স্মৃতি।’
তিনি আরও বলেন, ‘ফেসবুকে এখন তো আমি সবার কাছে মৃত। তারা রিমেম্বারিং সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। এই যুদ্ধে আমি কিন্তু আছি। এই আইডি চলে গেলে আবারও খুলব। যারা আমাকে ভালোবাসেন বা ঘৃণা করেন আবার আইডিতে যুক্ত হবেন…আবারও লিখব, লড়ব… এতো তো সহজ হবে না মেরে ফেলা!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।