স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে একেবারে ঘনিয়ে এসেছে ভারতের জনপ্রিয় ফ্রেঞ্চাইজি আসর ‘ আইপিএল’ (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) । আগামী ২৯ মার্চ মাঠে গড়াবার কথা তেরোতম আইপিএল । এবারের আসরের প্রথম দিনেই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস । যদিও শেষ মুহূর্তে এসে ভারতের এই জনপ্রিয় টি-২০ লীগ শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয় ।
সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে আতংক সৃষ্টি করেছে প্রাণঘাতী রোগ ‘ করোনা-ভাইরাস’ । চীন থেকে ছড়িয়ে এই রোগ এখন পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তার করেছে তার থাবা । যাচ্ছে প্রাণ । এমনকি আমাদের বাংলাদেশেও তিনজন করোনা-ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে ।
করোনা থেকে রেহাই মেলে নি ভারতেরও । এখন পর্যন্ত ৩৯ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে সেখানে। যা নিয়ে রীতিমত আতংকিত সবাই । এই আতংকের কারণেই আসন্ন আইপিএল স্থগিত করার আহ্বান জানিয়েছেন মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে ।
মাননীয় মন্ত্রী জানিয়েছেন , ‘ এক জায়গায় হাজার হাজার মানুষ জমা হলে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়। আইপিএলের মতো ইভেন্টের ক্ষেত্রে সেটাই বড় সমস্যা। তাই আমার মতে টুর্নামেন্টটি আরও কিছুদিন পরে আয়োজিত হোক।’
শুধু দাবি তোলাই নয়। তিনি জানান, এই বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। আইপিএল আদৌ স্থগিত হবে কি না তা শিগগিরই জানানো হবে।
যদিও মাত্র কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘বিসিসিআই’ সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন , ‘ আইপিএল নিয়ে সংশয় নেই। নির্ধারিত সূচিতেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সুষ্ঠভাবে টুর্নামেন্ট আয়োজনের সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘
আইপিএলের গভর্নিং বডির তরফ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় আর ফ্রেঞ্চাইজিদের সাথে বৈঠক করার কথাও জানিয়েছিলেন সৌরভ । তিনি নিশ্চিত ছিলেন , আইপিএল পেছাবে না । কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল আর ভিন্ন । ফলে হতে পারে জে কোন কিছু ।
এদিকে খেলার দুনিয়ায় ইতিমধ্যেই প্রভাব ফেলেছে করোনা। ইটালিতে যেমন বাতিল হয়েছে একের পর এক সিরি ‘এ’ ম্যাচ, তেমনই দিল্লিতে স্থগিত হয়েছে শুটিং বিশ্বকাপ। করোনার কবল থেকে বাদ পড়েনি ফুটবল, রাগবি, তিরন্দাজিও। সেই তুলনায় ক্রিকেটে এর প্রভাব কম পড়েছে। এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়নি।এমন পরিস্থিতিতে আইপিএলের ভাগ্যে কী রয়েছে, সেটাই এখন দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।