এবার বাংলাদেশের গানের মডেল বলিউডের সেই শেফালি

শেফালী জারিওয়ালা

বিনোদন ডেস্ক: তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে ‘পিরিতির কারবার’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন নাদিয়া ডোরা। গানটিতে মডেল হয়েছেন বলিউডের ‘কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা। ১১ জুলাই রাতে গানটির টিজার প্রকাশ পেয়েছে টিএম রেকর্ডস নামের ইউটিউব চ্যানেলে। ফারজানা মুন্নীর প্রযোজনায় গানটি নির্মাণ করেছেন আদিল শেখ।
শেফালী জারিওয়ালা
শিল্পী ডোরা বলেন, ‘এই গানটা আমার জন্য স্পেশাল। অনেক ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে। আমি তাপস ভাইয়া ও মুন্নী ভাবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি গানটি শ্রোতাদের দারুণ লাগবে। টিএম রেকর্ডসের গানগুলো এরই মধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। আমার গানটিও সেই ধারাবাহিকতা রক্ষা করবে বলে বিশ্বাস।’

১৪ জুলাই টিএম রেকর্ডস ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পুরো গানটি প্রকাশ পাবে।

হট লুকে উষ্ণতার ঝড় তুললেন উর্ফি জাভেদের বোন ডলি