বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। ২৭ ডিসেম্বর ছিল এই অভিনেতার ৫৪তম জন্মদিন। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করেছেন তিনি।
এদিকে সালমানের জন্মদিনে পৃথিবীতে এসেছে অর্পিতা ও আয়ুশ শর্মার দ্বিতীয় সন্তান আয়াত। জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় ভাগ্নীর বিষয়ে প্রশ্ন করা হলে সালমান খান বলেন, ঘুম থেকে উঠেই ফোন দেখি, প্রথমেই আয়াতের ছবি ছিল। সবচেয়ে সুন্দর! আজকের পর আমাদের পরিবারে ২৭ ডিসেম্বরের অর্থই পাল্টে গেল। এখন থেকে একসঙ্গে জন্মদিন উদযাপন হবে।
ভাগ্নীর জন্মের পর তার অনুভূতি জানতে চাইলে দাবাং অভিনেতা বলেন, মামা, চাচা অনেক হয়েছি। এখন বাবা হওয়ার পালা, ব্যাস!
বাস্তব জীবনে অনেকের সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন শোনা গেছে। কিন্তু ৫৫-তে পা রাখলেও এখনো বিয়ে করেননি তিনি। বেশ কয়েকবার বিয়ের খবর শোনা গেলেও তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে। তবে এর আগেও সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেতা।
সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দাবাং-থ্রি। ২০ ডিসেম্বর মুক্তি পায় এই সিনেমা। একশ কোটি রুপির উপরে আয় করেছে এটি। দাবাং-থ্রি সালমানের ১৫তম সিনেমা, যা একশ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।