বিনোদন ডেস্ক: কেনাকাটা করতে ভীষণ ভালোবাসেন কিয়ারা। একটু সুযোগ পেলেই কেনাকাটা করতে বেরিয়ে পড়েন তিনি। নিজের অবসর সময় এভাবেই কাটান এই বলিউড তারকা।
কিন্তু এবার যা কিনলেন তার দাম শুনলে ছানাবড়া হয়ে যাবে আপনার চোখ।
নিজের জন্য একটি নতুন অডি কিনেছেন কিয়ারা আদভানি। আন্তর্জাতিক বিলাসবহুল এই গাড়ির সর্বশেষ মডেলটি বেছে নিয়ে নিয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে কিয়ারার সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ এক্স৫, মার্জিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ৫৩০ডি। আর এবার কিনলেন অডি এএইট এল (Audi A8 L)। অডির তরফেই কিয়ারা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে। নতুন গাড়ির শো-রুম প্রাইস ১.8 কোটি টাকা।
অডি ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টা পেজে সদ্য কেনা গাড়ির সঙ্গে কিয়ারার ছবি পোস্ট করে লেখা হয়, ‘প্রগতি ও সৃজনশীলতা হাত ধরাধরি করে আসে। অডি’র অভিজ্ঞতা নেওয়ার জন্য কিয়ারা আদভানিকে স্বাগত জানাচ্ছি।
View this post on Instagram
তাছাড়া অডি ইন্ডিয়ার অফিসিয়াল টুইটারে সদ্য কেনা গাড়ির সঙ্গে কিয়ারার একটি ছবি পোস্ট করে লেখা হয়, “প্রগতি ও সৃজনশীলতা একসঙ্গে এগিয়ে যাবে। অডি’র অভিজ্ঞতা নেওয়ার জন্য কিয়ারা আদভানিকে স্বাগত জানাচ্ছি।”
কয়েকদিন আগেই কিয়ারা তাক লাগিয়েছিলেন নিজের নতুন পোশাক দিয়ে। যে পোশাকের দামও আকাশচুম্বী। সম্প্রতি কিয়ারা নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। সেখানে তিনি পরেছিলেন ডিজাইনার অর্পিতা মেহতার একটি লেহেঙ্গা।
হালকা গোলাপি রঙের ভারী কাজ করা লেহেঙ্গাটির দাম শুনলে চোখ কপালে উঠবে! লেহেঙ্গাটির দাম সোয়া ৩ লাখ রুপি। গোলাপি এই লেহেঙ্গার সঙ্গে তার পরনে ছিল মানানসই ওড়না। এই পোশাক পরা বেশকিছু ছবিই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। যেখানে ফ্যাশনেবল এই লুকে যেন বেশিই সুন্দর দেখাচ্ছিল কিয়ারাকে। পোশাকের সঙ্গে মানানসই ব্রেসলেট ও আনমোলের চোকার সেটে দিয়ে নিজেকে সাজিয়ে তুলেছিলেন এ অভিনেত্রী। তাতে রয়েছে সূক্ষ্ম আকারে মুক্তা, পান্না ও হীরের দুর্দান্ত কাটিং। এই সাজের সঙ্গে হালকা মেকআপ করেছিলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিয়ারার এমন পোশাক ও সাজের প্রশংসা করেছেন বেশির ভাগ নেটিজেন।
সর্বশেষ ‘শেরশাহ’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করেছেন কিয়ারা সম্প্রতি।
করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় ও রাজ মেহতার পরিচালনায় ‘যুগ যুগ জিও’ ছবিতে দেখা যাবে তাকে। তার বিপরীতে আছেন বরুণ ধাওয়ান। করোনাভাইরাসের মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ স্থগিত ছিল; শিগগিরই শুরু হবে।
এছাড়া কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুল ভুলাইয়া ২’ ও বরুণের বিপরীতে ‘মিস্টার লেলে’তেও কাজ করার কথা আছে তার।
২০১৪ সালের ‘ফুগলি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করার পর ২০১৬ সালে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ও ২০১৯ সালে ‘কবির সিং’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন কিয়ারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।