এবার বুবলীকে যে কারণে সবচেয়ে প্রিয় বললেন মাহফুজ আহমেদ
বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদকে দীর্ঘদিন ধরে অভিনয়ে দেখা যাচ্ছিল না। দীর্ঘ ৮ বছর পর রূপালি পর্দায় ফিরছেন নন্দিত এই অভিনেতা।
চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অভিজাত এক ক্লাবে এর সংবাদ সম্মেলন করা হয়। এসময় সিনেমার শুটিংয়ের বিভিন্ন বিষয় কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন পর ক্যামব্যাক কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে মাহফুজ আহমেদ বলেন, ‘ছোটবেলায় বার্ষিক পরীক্ষার সময় যে অবস্থা হতো এখনো সেই অবস্থা। বুবলী প্রতিষ্ঠিত নায়িকা। আমার সঙ্গে আরো ছিলেন সেতু আজাদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খানের মতো অভিনেতারা। যারা এখন ওটিটি মাত করছেন। আমার ভয়ের কারণ ছিল, ওদের সঙ্গে পাল্লা দিতে পারব কি না। কারণ, এটা তো সত্যি লম্বা সময় আমি ক্যামেরার বাইরে।’
‘প্রহেলিকা’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। এই সিনেমার জন্য কমিয়েছিলেন ওজনও। এত দিন পর কেন ‘প্রহেলিকা’তে অভিনয় করেছেন তিনি?
এ প্রসঙ্গে মাহফুজ বলেন, বাধ্য হয়ে এই সিনেমায় অভিনয় করেছেন তিনি। কে তাঁকে বাধ্য করেছে, জানতে চাইলে তিনি জানান, ‘ব্যক্তি মাহফুজ অভিনেতা মাহফুজকে বাধ্য করেছেন এই গল্পে অভিনয় করতে। কারণ, “প্রহেলিকা”র গল্প তাঁকে টেনেছে। সিনেমাটির গল্প এত সুন্দর যে অভিনয় করতে বাধ্য হয়েছি।’
অভিনয় চালিয়ে যাওয়ার প্রসঙ্গেও একই কথা বলেন মাহফুজ। ভালো গল্প পেলে ব্যক্তি মাহফুজই অভিনেতা মাহফুজকে আবারও বাধ্য করবেন।
এত দিন পর ক্যামেরার সামনে এসেছেন। তারপর বর্তমান সময়ের আলোচিত নায়িকা বুবলীর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়। শুটিংয়ে জড়তা কাজ করছিল কি না, জানতে চাইলে মাহফুজ জানান, ‘শুধু বুবলী নয়, এত দিন পর যে কারও সঙ্গেই অভিনয়ে ফিরলে একটু জড়তা কাজ করতই। তবে সাঁতার একবার শিখলে তা তো আর ভোলে না মানুষ। আমি তো একজন অভিনয়শিল্পীই।’ এ সময় তিনি বুবলীকে তাঁর সবচেয়ে প্রিয় সহ–অভিনেতা হিসেবে উল্লেখ করেন।
চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। মাহফুজ-বুবলী ছাড়া এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।