Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যাংক হিসাবের তথ্য ভুল করে প্রকাশ করে ফেলেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কালেহি ম্যাকেনি। দুর্ঘটনাক্রমে তার বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট এবং রাউটিং নম্বর প্রকাশ করে দিয়েছেন কালেহি ম্যাকেনি।
শুক্রবার (২২ মে) হোয়াইট হাউস থেকে দেশটির স্বাস্থ্য ও মানবসেবা অধিদফতরকে (এইচএইচএস) একটি চেক হস্তান্তরের সময় এ ঘটনা ঘটে।
এর আগে ম্যাকেনি শুক্রবার এক প্রেস ব্রিফিয়ে জানিয়েছিলেন, করোনাভাইরাস প্রতিরোধে প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত আয় থেকে এক লাখ ডলার অনুদান দিবেন। পরে তিনি সেই চেক ক্যামেরার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান।
নিউইয়র্ক টাইমস ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এক খবরে বলেছে, ব্রিফিংয়ে ম্যাকেনি যে চেকগুলো দেখিয়েছিলেন সেগুলো কখনই ব্যবহার করা হয়নি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।