Advertisement
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগেই মাশরাফি বলে দিয়েছিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তাই এখন প্রতিটি সিরিজের আগেই তাঁর কাছে প্রশ্ন উঠছে এটাই কি শেষ ? চোটে পড়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যাওয়ার আগে বলেছিলেন এটাই তাঁর শেষ বিদেশ সফর।
এ থেকে এটুকু স্পষ্ট যে দ্রুতই ক্রিকেটকে বিদায় জানাবেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজা। এর সঙ্গে ভাঙতে চলেছে পঞ্চপান্ডবের বৃত্ত।
বাংলাদেশি ক্রিকেটের সোনালি যুগের অন্যতম পাঁচ তারকা মাশরাফি, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক ও তামিমকে নিয়েই পঞ্চপান্ডবের ধারণার উদ্ভব। একসঙ্গে প্রায় শতাধিক ম্যাচ খেলে ফেলা পঞ্চপান্ডবের কোনো একজনের অনুপস্থিতেই এতোদিন দলকে কেমন যেন দুর্বল বলে মনে হতো ৷ তবে দ্রুতই এটাকে বাস্তবতা বলে মেনে নিতে হচ্ছে।
তবে মাশরাফি বাদে বাকি চারজনকে কোনো অঘটন না ঘটলে পরবর্তি বিশ্বকাপেও পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।